দেশের বারোটা বাজিয়ে দিয়েছে সরকার : আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ এএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নিলে দেশের অবস্থা এমন হতো না উল্লেখ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, দেশের বারোটা বাজিয়ে দিয়েছে সরকার।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের সময় থেকেই খুনের রাজনীতি শুরু হয়েছে। রক্ষীবাহিনী হত্যার বিষয়ে বাংলাদেশে প্রথম ইনডেমনিটি দিয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, চুরি এবং জবাবদিহিতা না থাকার কারণেই দেশে দুর্ভিক্ষ আসছে। চুরি করবে, বাটপারি করবে আর সেটা বলতে দিচ্ছে না সরকার। দেশকে জিম্মি করে রেখেছে তারা।
তিনি আরও বলেন, রাজনীতি করার দরজা-জানালা বন্ধ করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সরকার।