গণসংযোগের সময় ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ এএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩৮ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিলেটে বিএনপির গণসমাবেশের গণসংযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের 'নিখোঁজ' সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার গাড়িতে হামলা হয়েছে।
এছাড়াও প্রচার অভিযানে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেছে তিনি।
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায় বলে জানান তিনি।
লুনা ও দলীয় নেতাকর্মীরা প্রচারপত্র বিতরণ করতে উপজেলায় গেলে শেরপুর থেকে দয়ামীর এলাকা পর্যন্ত বেশ কয়েকবার বাধার মুখে পড়েন। গোয়ালাবাজার এলাকায় প্রচারপত্র বিতরণের সময় মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় লুনার গাড়িতে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কয়েকজন বিএনপি কর্মী আহত হন।
লুনা বলেন, 'আমরা প্রচারপত্র বিতরণে গোয়ালাবাজার গেলে দেখি প্রচুর পুলিশ গাড়ি দিয়ে রাস্তা ব্যারিকেড করে রেখেছে এবং পাশে ছাত্রলীগ নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। আমি আসার পর আমার গাড়ি পাস করে দিয়েছে। আমি ব্যারিকেড ক্রস করে সামনে এসে গাড়ি থেকে নেমে বাজারে লিফলেট বিতরণ করে গাড়িতে ওঠার সময় হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা করে। ড্রাইভার তখন আমাকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে আসি।'
এদিকে প্রচার পত্র বিতরণের সময় তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ফয়সল আহমদ মিলন, নুরুল ইসলাম ও শাহেদ আহমদ। বিএনপি নেতৃবৃন্দ বলছেন ফয়সল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নুরুল ও শাহেদ ছাত্রদল কর্মী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'শান্তিপূর্ণভাবে প্রচারণপত্র বিতরণের সময় এ ধরনের হামলা-গ্রেপ্তার করে বাধা দেওয়া দুঃখজনক। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালনে সকল মহলের সহযোগিতা চাই। তবে যত বাধাই দেয়া হোক না কেনো, আমাদের সমাবেশ সফল হবে।'