সরকার এখন কালাজ্বরে ভুগছে : মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে হরিপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই সরকারের এখন কালাজ্বর হয়েছে। বিএনপির কথা শুনলে এবং সমাবেশ দেখলে কালাজ্বরের ন্যায় শরীরে কাপুনি দিচ্ছে। যেকোন সময় শয্যাশায়ী হয়ে পড়বে।
তিনি আরো বলেন, সারা দেশে বিএনপির জোয়ার বইতে শুরু করেছে। এই জোয়ারে সরকারের নৌকা তলিয়ে যাবে। আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য নিশি রাতের সরকার নানা কৌশল অবলম্বনসহ পার্শবর্তী দেশের নিকট ধর্না দিচ্ছে। কিন্তু এবার আর কোন ষড়যন্ত্রই এই সরকারের কাজে আসবে না। বিএনপি এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরবে বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় তারুন্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
মিলন বলেন, এই সরকার উন্নয়নের নামে মিথ্যাচরা করছে। দেশের রিজার্ভ ফান্ড ব্যয় করে দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে। মেগা প্রকল্পের টাকা আত্মসাত ও পাচার করে তাদের এখনো পেট ভরেনি। এখন বিদেশ থেকে পাঠানো কষ্টের টাকা সরকার তার নিজস্ব কাজে ব্যয় করছে। এভাবে আর চলতে দেয়া হবেনা। আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ থেকেই সরকার পতনের ডাক আসবে। আর ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে একদফা আসবে। সরকার পতনের একদফা দাবী বাস্তবায়ন করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাধারণ জনগণকে নিয়ে মাদ্রাসা মাঠে হাজির হওয়া এবং ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান প্রধান অতিথি।
হরিপুর ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার বিকেল ৪টায় হরিপুর হাটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দুলাল ও সদস্য সচিব মোন্নাফ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও পবা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নুজু।
এছাড়াও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ রহমান পিন্টু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল কাদের বকুল, পবা ইউনিয়ন বিএনপির সদস্য সুলতান আহম্মেদ, রাজশাহী জেলা মৎসজীবি দলের সদস্য সচিব আলহাজ্ব বকুল আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ, সেচ্ছাসেবক দল পবা থানা আহবায়ক মামুন আক্তারুজ্জামান, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, ছাত্রদল হরিপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মারুফ হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।