নব্য বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট আ’লীগ সরকারকে উৎখাত করতে হবে : বাদশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, দেশ ও জাতির দুর্দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে বীরের মত নেতৃত্ব দিয়ে গেছেন। এ কারণেই ইতিহাসের পাতায় জিয়াউর রহমান মাইকফলক হয়ে আছেন। ৭নভেম্বর জাতির একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনকে বাংলাদেশের মানুষ আজীবন চিরস্মরণীয় করে রাখবে।
আ’লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার দেশের মানুষের ঘুম কেড়ে নিয়ে একক রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাজনীতি ধবংস করে ফেলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূলবৃদ্ধিতে দেশে আজ হাহাকার চলছে। দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলে সারাদেশে অরাজকতা বিরাজ করছে। এই অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করতে ও দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে আরেকটি নব্য বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট আ’লীগ সরকারকে উৎখাত করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
সস্মানিত অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তার। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাজাহানপুরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত জেলা নেতৃবৃন্দ
বগুড়া জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল শাজাহানপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে নেতৃবৃন্দদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সস্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপি, ছাত্রদল,যুবদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের ভালবাসায় আবেগ আপ্লত হয়ে পড়েন নব-নির্বাচিত নেতৃবৃন্দ। শুভেচ্ছায় সিক্ত হয়ে নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানান।