গণসমাবেশ সফলের লক্ষ্য ব্যারিস্টার এম এ সালামের পক্ষে ব্যাপক প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি, জালানী তেল, গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্য বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের পক্ষে ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে এবং নগরীর বিভিন্ন স্থানে ব্যারিস্টার সালামের পক্ষে লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন সাটানোসহ মিছিল-সমাবেশ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দক্ষিণ সুরমার জালালপুর, সিলাম, লালাবাজার, মোগলাবাজার, দাউদপুর ও কুচাই এলাকায় লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। এসময় বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, বিএনপি নেতা আজাদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদস্য সচিব মকসুদুল করিম নুহেল, যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নামর, আলী আহমদ, মারনুস আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বাক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।