গণসমাবেশে যোগদান করে সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে : কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিনা ভোটের সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। চুরি, দুর্নীতির কারণে এসব হয়েছে। রিজার্ভ খেয়ে ফেলেছে। টাকা পাচার করেছে। খাদ্যশস্য আমদানি কমে গেছে। আমদানি করার জন্য যে পরিমাণ ডলার দরকার সেই পরিমাণ ডলার নেই। রেমিট্যান্স পাঠানো কমে গেছে। এই সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহ অন্তরীন করা হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এই লড়াই শেষ লড়াই। এই লড়াই ব্যক্তির বা দলের জন্য নয়। এই লড়াই জাতিকে রক্ষা করার জন্য। তাই দলমত নির্বিশেষে আগামী ১৯ নভেম্বর গণসমাবেশে যোগদান করে সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ৩ ঘটিকায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির গণসমাবেশে জনজোয়ার হবে দেখে সমাবেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই আগামী ১৯ নভেম্বরের জনজোয়ারকে আটকাতে পারবে না। গণসমাবেশের দিন পুরো আধ্যাত্মিক রাজধানীই হবে সমাবেশ ও মিছিলের নগরী। এই সরকারের সময় আর বেশী বাকী নেই। ফ্যাসিস্টের পতন অনিবার্য।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সারাদেশে বিএনপির সমাবেশ সমূহে জনতার স্রোত দেখে সরকারের মাথা খারাপ হয়েছে। সিলেটে বিভাগজুড়ে গণসমাবেশের প্রচারনায় জনগনের সম্পৃক্ততা দেখে এখন ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে। কোন ষড়যন্ত্রই সিলেটের জনস্রোত ঠেকাতে পারবে না। আগামী ১৯ নভেম্বর সিলেট শহরে জনস্রোত নামবে ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা এডভোকেট সাঈদ আহমদ, আজিজুল হোসেন আজিজ, রফিকুল ইসলাম শাহপরান, কবির আহমদ, তাজ উদ্দিন কুটি, আতাউর রহমান, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, গোলাম কুদ্দুস কামরুল, হারুনুর রশিদ, আজমল হোসেন অপু, আবুল কাশেম প্রমূখ।