আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ এএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৭ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’ উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করবেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি থাকবেন প্রফেসর মাহবুব উল্লাহ, বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান, প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নজমুল হক নান্নু, আবদুস সালাম, অ্যাডঃ রুহুল কবির রিজভী। বক্তব্য রাখবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত ও টাংগাইলের সন্তোষের উদ্দেশ্যে রওনা। সকাল ১০টায় সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধি জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। উল্লিখিত কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় পালন ও সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিঢির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।