ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : খন্দকার মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫২ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একদিকে আওয়ামী লীগ গণতন্ত্র, ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করে দুর্নীতি, দখল, লুটপাটের মাধ্যমে দেশ ও জনগণকে ফোকলা করে দিয়েছে, অন্যদিকে হামলা,মামলা, হত্যা, গুম, দমন, নির্যাতন করে চরম ফ্যাসিবাদ চালাচ্ছে। আওয়ামী লীগকে দেখলেই মানুষ আতঙ্কে থাকে। আজ মানুষের অবস্থা ভয়াবহ খারাপ। দেশের অর্থনীতি লন্ডভন্ড। ব্যবসা বানিজ্যে ধ্বংস নেমেছে। মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন মারাত্মক ভাবে হ্রাস পেয়েছে, মানুষ বেকার হচ্ছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ জীবন যাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই খারাপ পরিস্থিতি থেকে উত্তরণে লিপ সার্ভিস ছাড়া সরকারের দৃশ্যমান ভূমিকা নাই। তাই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে সরকারকে কড়া বার্তা দিতে হবে। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।
আজ সোমবার সন্ধ্যায় আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্র, ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করে দুর্নীতি, দখল, লুটপাটের মাধ্যমে দেশ ও জনগণকে ফোকলা করে দিয়েছে, আর বাস্তবে হামলা,মামলা, হত্যা, গুম, দমন, নির্যাতন করে চরম ফ্যাসিবাদ চালাচ্ছে। আওয়ামী লীগকে দেখলেই মানুষ আতঙ্কে থাকে। সিলেটে বিএনপির গণসমাবেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই সমাবেশের জনস্রোতকে আটকাতে পারবে না।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, অ্যাডভোকেট হাসান আহমদ পাঠোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, জিলা মিয়া মেম্বার, আত্তার আলী, ইউনুস মিয়া, মোস্তফা কামাল, হাজী আসাদ, রফিকুল ইসলাম শাহপরান, লোকমান আহমদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজ হুসেন আজিজ, ডাঃ এনামুল হক, হাজী গুলজার, আব্দুল মালিক মল্লিক, আফতাব উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, মনিরুল ইসলাম তুরন, মুহিবুর রহমান মুহিব, শাহ মাহমদ আলী, সাহেদুল ইসলাম বাচ্চু, ওলিউর রহমান ওলি চেয়ারম্যান, আমিনুর রহমান চৌধুরী মিফত, বিএনপি নেতা আব্দুল মুনিম ছইল, আব্দুল গাফফার, আব্দুল রহিম, আব্দুল মুনিম ছইল মাসুক মিয়া, নাজমুল ইসলাম, ঠাকুর মিয়া, মিনহাজ পাঠান, বশির মিয়া, ময়নুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, তৌফিক ওজায়ের সুহেল ,ফয়জুর রহমান বেলাল, আমিনুর রহমান সাজু, লুতফুর রহমান, বখতিয়ার আহমদ, সোনাহর আলী সুহেল, মকসুদ মেম্বার, ইমরান, হাজী পাবেল, আব্দুল মজিদ, দিলোয়ার আলী, মামুন আহমদ, আব্দুল হক জগলু, মাসুম আহমদ মেম্বার, ওলিউর রহমান ওলি, আসাদ মিয়া রুকন, মাহবুব আলম, ফয়জুর রহমান পীর, আব্দল মুকিত, ফখরুল আলম, বশির মিয়া, শাহিন আলম জয়, ফুজায়েল আহমদ সাজু, রায়হানুল হক, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুহেল, জাহিদুল ইসলাম জায়েদ, শামছুর রহমান শামীম, মোবারক হোসেন তুহিন, হেলাল আহমদ মামুন, আজমল হোসেন, সুমন আহমদ বিপ্লব, মাসুম পারভেজ, আব্দুল মুহিব, শফি আহমদ খান, আব্দুল খালিক, মাওলানা জিল্লুর রহমান, নুরল আমিন, মোঃআশিক, নামর আলী, মারনুস আহমদ, আল আমিন, নাহিদ হোসেন, রিপল আহমদ, আবু সালেহ, রাজ খান ইমন, জাহেদ আহমদ, রাসেল আহমদ, জুয়েল আহমদ, বাবলু আহমদ, আক্তার আলি, নাসিম আহমদ, কবির আহমদ, ইমরান নীল, মাসুম আজিজ, সাকিব আহমদ প্রমুখ।
এদিকে, সোমবার বিকেলে গণসমাবেশ সফল করতে প্রচার মিছিল, গণসংযোগ পথসভা করেছে গোয়াইনঘাট উপজেলা বিএনপি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, আব্দুল হাকিম চৌধুরী, কামরুল হাসান শাহীন, মাহবুব আলম, জসীম উদ্দীন, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শাহপরান, মাহবুবুর রহমান, আব্দুস সত্তার, শাহজাহান সিদ্দিকী, খালেদ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল প্রমূখ।