রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে হড়গ্রাম ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে হড়গ্রাম ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা আজ সোমবার বিকেল ৪টায় মিয়াপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন রেজা সান্নান'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সারাদেশে নজিরবিহীন বৈদ্যুতের লোডশেডিং, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তমুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানিয়ে মিলন বলেন, কর্তৃত্ববাদী স্বৈরশাসকের পতনের ঝড় শুরু হয়ে গেছে। যে গণজোয়ার শুরু হয়েছে, তাতে আর বেশিদিন বাকি নাই এই ফ্যাসিস্ট সরকারের পতনের। অচিরেই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।
তিনি বলেন, কয়েকটি বিভাগীয় শহরের গণসমাবেশে বাধা প্রদান সত্ত্বেও জনস্রোত শুরা হওয়ায় বর্তমানের সরকারের মসনত কেঁপে উঠেছে। এখন সরকারের পায়ের তলায় আর মাটি নেই। তারা নিজেদের পতন ভয়ে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে নানা অপকৌশল করছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ১ ডিসেম্বও থেকে রাজশাহীতে মাঠে থেকে মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এতে বোঝা যায় তারা গাঢে পড়ে ঝগড়া করতে আসছে। বিএনপি, অঙ্গ ও সজযোগি সংগঠনের নেতাকর্মী ও সমাবেশে আগত কোনো জনগণকে বাধা ও নির্যাতন করলে এর ফল ভাল হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। সেই সাথে আওয়ামী কুচক্রের ফাঁদে পা না দেয়ার জণ্য নেতাকর্মীদেও সতর্ক থাকার আহ্বান জানান তিন।
তিনি বলেন, গণসামবেশেন সার্বিক পরিস্থিতি বর্তমানে খুব ভালো। মানুষ প্রস্তুত হয়ে সমাবেমে আসার জন্য। সমাবেশ সফল করতে বিএনপির নেতা-কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। মূল সমাবেশ মাদ্রাসা মাঠে হলেও ঐদিন পুরো শহরজুড়ে সমাবেশের বিস্তৃতি ঘটবে। এ অবস্থা তৈরী করতে সময়মত সবাইকে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, পবা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু, আলমগীর হোসেন, রাজশাহী মহানগর কৃষক দলের আহবায়ক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ, পবা উপজেলা যুবদল নেতা এরশাদ আলী, গোলাম নবী ও জামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, রাজু আহম্মদেদ, সেচ্ছাসেবক দল পবা থানা আহবায়ক মামুন আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক ইউসুফ, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন, ছাত্রদল পবা উপজেলা যুগ্ম আহবায়ক সুমন আলী, জামিল আক্তার লিটন ও হড়গ্রাম ইউনিয়ন সভাপতি রাকিবুল, ইসলাম রাকিবসহ হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।