পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে লালমোহনে ছাত্রদল নেতা আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ এএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে গিয়ে আহত হয়েছে।
গতকাল রবিবার মধ্যরাতে করিম রোড তার নিজ বাসায় পুলিশ অভিযান চালায়। এসময় শহিদ হাওলাদার টের পেয়ে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে যায়। এসময় দুর্ঘটনায় আহত লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক এই আহবায়ক।
শহিদ হাওলাদার জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা-হামলার কারণে গত ১৪ বছর পর্যন্ত পালিয়ে বেড়াতে হচ্ছে লালমোহন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।