তানু হত্যার প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগের হাট জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার বিকেলে শহরের ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রোকনুজ্জামান রুকন, আজাদ সওদাগর, সাহেদ আলী ও আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা বলেন, এই সরকার হত্যা-গুম, খুন করে আর ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবে না। এখন সাধারণ মানুষ জেগে উঠেছে। আগামী দিনে যতই বাধা আসুক কোন বাধায় এই সরকারের পতনকে ঠেকাতে পারবে না বলেও হুশিয়ারি দেন।