ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৯ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ ও তার বন্ধু আলমগীর কবিরের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ নভেম্বর) বাদ আসর পৌর সদরের মধ্য বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে বাদ যোহর ছাত্রদল নেতা ইলিয়াস সানি ইউসুফ ও তার বন্ধু আলমগীর কবিরের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সদস্যদের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ,কে,এম হারুন অর রশীদ, উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এড. সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ^রগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, নিহত ইউসুফ ও আলমগীদের পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর ছাত্রদল নেতা ইলিয়াস সানি ইউসুফ, তার বন্ধু আলমগীর কবির ও মো. নাঈম মোটর সাইকেল যোগে লক্ষীগঞ্জ এলাকায় যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর উপজেলার তেরচাটি নামক স্থানে দূর্ঘটনার শিকার হয়। এসময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীর মারা যায়। এবং আহত অবস্থায় নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।