সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর সর্বোচ্চ দমন-নিপীড়ণ চালাচ্ছে : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৪ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সর্বোচ্চ ধৈর্য্য ও সহনশীলতা দেখিয়ে রাজনীতি করছে বিএনপি, অপরদিকে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দমন-পীড়ণ এবং হত্যা, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, চরম অমানবিকতা ও দমন-পীড়ণের মুখেও জনগণের সমর্থন নিয়ে বিএনপি আজ আপন শক্তিতে বলিয়ান হয়েছে।
আব্দুস সালাম বলেন, দেশের মানুষ আজ বিএনপি'র দিকে তাকিয়ে আছে। জ্বালানী সংকট, বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, জনগণ চায় বিএনপি তাদেরকে এই বিভিষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি দিবে।
আজ শনিবার (১২ নভেম্বর) সকালে নয়াপল্টনস্থ মহানগর বিএনপি'র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন জনাব আবদুস সালাম।
বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি-কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ সময় এসেছে নিজেদের ভেতরকার সকল বিভেদ ভুলে পরস্পরের সাথে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার। আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণও আমাদের সাথে যোগ দিবে। আর ঐক্যবদ্ধ জনতার শক্তি কখনো পরাভূত হয় না।
মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন সহ নগর নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ডের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।