ফরিদপুরের মাটি বিএনপির ঘাঁটি : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ এএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২০ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অনেকেই বলেন ফরিদপুরের মাটি নাকি কার বাপ-দাদার ঘাঁটি। কিন্তু জনসমুদ্রের মাধ্যমে আজ প্রমাণ হয়েছে ফরিদপুর বিএনপির, খালেদা জিয়ার, তারেক রহমানের ঘাঁটি।
আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যকালে ডা. তিনি এসব কথা বলেন।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিএনপির ষষ্ঠ বিভাগীয় এ গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, ফরিদপুরের গণসমাবেশ থেকে নতুন পদযাত্রা শুরু হবে। যা শেষ হবে ১০ ডিসেম্বর ঢাকা মহানগরের মহাসমাবেশের মধ্য দিয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রহিম, শাওন প্রধানের মতো প্রাণের রক্ত বৃথা যেতে দেবো না।
গণসমাবেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের মাটিতে আর কোনো ভোটচোরের স্থান হবে না। ফরিদপুরের মাটি তারেক রহমানের ঘাঁটি- এই সত্য আজ ফরিদপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে। আজ জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। কারণ আওয়ামী লীগ এখন একটি নীতিভ্রষ্ট দল হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি বলেন, জনগণ আজ হিসাব নিতে জেগে উঠেছে যে আওয়ামী লীগের নেতারা বেগমপাড়ায় কতো টাকা পাচার করেছে। প্রতিটি টাকার হিসাব নেয়া হবে।