যুবলীগের মহাসমাবেশ
ঢাকার বাইরে থেকে এসেছেন প্রচুর নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১১ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার ঢাকার বাইরে থেকে প্রচুর নেতাকর্মীর আগমন ঘটে। সমাবেশে যোগ দিতে গভীর রাত থেকেই বাস, মাইক্রোবাস ও পিকআপে করে নেতাকর্মীরা ঢাকায় আসা শুরু করেন। সারাদেশ থেকে সহস্রাধিক যানবাহন নিয়ে আসা হয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের নিয়ে আসা যানবাহনের বিশাল সিরিয়াল লক্ষ্য করা যায়। সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের আয়োজন করে আওয়ামী যুবলীগ। দুপুর আড়াইটা থেকে এই মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত তিনটা থেকে সারাদেশ থেকে বাস, মাইক্রোবাস ও পিকআপে করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, সারাদেশ থেকে বাস এসেছে ৩৬৮টি, মাইক্রো বাস এসেছে ১৩৯টি এবং পিকআপ এসেছে ৪টি। এর বাইরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল শত শত গাড়ি। এছাড়া প্রাইভেট কারে করেও অনেকে সমাবেশে যোগ দিতে এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বর এলাকায় ৯৫টি বাস, ৬৮টি মাইক্রোবাস ও ৪টি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণ পর্যন্ত ১৩টি বাস দেখা যায়। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে ছিল ৭৯টি বাস ও ১০টি মাইক্রোবাস। সলিমুল্লাহ মুসলিম হলে ২১টি বাস ও ৩৫টি মাইক্রোবাস রাখা আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, জগন্নাথ হল, বকসীবাজার মোড় এবং পলাশীর মোড় এলাকায় মোট ১১৮টি বাস রাখা আছে। ঢাবির কার্জন হল, কেন্দ্রীয় মাঠ ও সুফিয়া কামাল হল এলাকায় ৭২টি বাস এবং ২৬টি মাইক্রোবাস পার্ক করা হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সেই অনুযায়ী অংশগ্রহণকারী নেতাকর্মীদের সংখ্যা আরও বাড়বে। মহাসমাবেশে যোগ দিতে আসা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তৈরি টি-শার্ট, ক্যাপ পরেছেন। সঙ্গে বহন করছেন বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড। বাজাচ্ছেন ভুভুজেলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।