রাজশাহীর গণসমাবেশ হবে বাংলাদেশকে মুক্ত করার সমাবেশ : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১১ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে আজ শুক্রবার বিকেলে ১৯নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দল চন্দ্রিমা থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী বিভাগীয় গণসমাবেশ হবে বাংলাদেশকে হায়নারুটি স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কবল থেকে মুক্ত করার সমাবেশ।
তিনি বলেন. এই বিনা ভোটের সরকার দীর্ঘ সময় ধরে জোর কওে ক্ষমতায় থেকে মানুষকে জিম্ িকরে রেখেছে। শুধু তাই নয় সকল ক্ষেত্রে দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহিনি ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করায় দেশ এখন অর্থ সংকটে পড়েছে। ফলে নিত্য পন্যের মূল্য আকাশচুম্বি হওয়ায় জনগণ বর্তমানে চরম সংকটে জীবন যাপন করছেন। বিদ্যুৎ ও সব ধরনের জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি করায় সকল প্রকার পন্যে এর প্রভাব পড়েছে। বাজারে মোটা চাল এখন ষাট টাকার উপরে। আটা ৭০টাকার উপরে।
প্রধান অতিথি আরো বলেন, শুধু চাল , ডাল ও আটা নয় প্রতিটি পন্যেল মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় দেশের মানুষ এর সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। আর সেই মুক্তির কান্ডারী হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলন এগিয়ে চলছে। এই আন্দোলন দেখে ভীত হয়ে বিভাগীয় সমাবেশ বানচাল করতে বাধা প্রদান এবং সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়ে জনস্রোত রুখতে না পেরে সরকার এখন ভীত হয়ে আবোল-তাবল বকতে শুরু করেছে।
তিনি আরো বলেন, রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকার পতনের মূল টার্নিং পয়েন্ট। এজন্য এই নিশি রাতের সরকার প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে বাধা প্রদান করবে। সকল প্রকার যানবাহন বন্ধ করবে। এ সকল বাধা চিন্তায় রেখে সবাইকে সময়মত সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু।
মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকোর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহ্ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ১৯ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, রোজি, নারী নেত্রী গুলশান আরা মমতা ও সহ-ক্রীড়া সম্পাদক লাবনীসহ অত্র থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।