গণসমাবেশ সফল করতে পবার পারিলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপির আহবায়ক ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জেবের আলী, গোলাম মোজাহিদ. বজলুর রহমান বাবলু, সুলতান আহমেদ ও মোজাহার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএইচ রানা, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আবুল কাশেম, শফিকুল, আখতারুজ্জামান ও হাবিবুর রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আখতারুজ্জামান, পারিলা ছাত্রদলের সভাপতি হুমায়ন আহম্মদ সাধারণ সম্পাদক মাহাবুর আলমসহ অত্র ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিন ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। কারণ যেকোন আন্দোলন রাজশাহী থেকেই শুরু হয়। সরকার পতনের কঠোর আন্দোলনও এখান থেকেই শুরু হবে। সেজন্য রাজশাহীর গণসমাবেশ সবথেকে বেশী গুরুত্বপূর্ন। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকার ও কুচক্রীরা রাজশাহীর সমাবেশ পন্ড করতে নানা কৌশল অবলম্বন শুরু করেছে। দলের মধ্যে আওয়ামী বাকশালীরা প্রবেশ করে বিশৃংখলা তৈরীর পাঁয়তারা শুরু করেছে। এই সকল অনুপবেশকারী থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে যতই বাধা আসুক না কেন সকল বাধাকে পায়ে ঠেলে সময়মত সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ করেন প্রধান অতিথি।