ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান থানা বিএনপি'র যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ডাকসু'র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং যৌথ কর্মীসভা সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। যৌথ কর্মীসভা বিকেল ৩ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়।
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, ক্ষমতার মসনদ রক্ষায় বর্তমান অবৈধ সরকার এখন বিএনপি'র চলমান বিভাগীয় গণসমাবেশতে আসা মানুষ ও নেতাকর্মীদের ওপর হামলা হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে। যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিকে বর্তমান শাসকগোষ্ঠী বরদাস্ত করতে পারছে না। স্বাধীন এই দেশে 'জোর যার মুল্লুক তার' নীতি কার্যকর করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। কিন্তু এসব অপকর্ম ও নিষ্ঠুর শাসন অব্যাহত রেখে সরকার কখনোই পার পাবে না, এদেশের অতীত ইতিহাস ও স্বেচ্ছাচারী শাসকদের করুণ পরিণতি সেটিরই সাক্ষ্য বহন করে।
সদস্য সচিব আমিনুল হক বলেন, সরকার দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতে বিরোধী দল তথা বিএনপি'র বিরুদ্ধে দমন-নিপীড়ণের স্টীমরোলার চালাচ্ছে। বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই। জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এবং চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, অথচ সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু দেশব্যাপী বিএনপি'র চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে নেতাকর্মীদের ওপর হামলা ও তাদেরকে গ্রেফতার করতে সরকার যেন সদা তৎপর। সরকার এ ধরণের অপকর্মের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্নে বিভোর রয়েছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কর্পুরের মতো উড়ে যাবে।
যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও টিম প্রধান আতাউর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মোঃ আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, সদস্য মাহাফুজুর রহমান চেয়ারম্যান, সাহিনুর আলম মারফত, মোঃ আফাজ উদ্দিন, মিজানুর রহমান বাচ্চু, আলী আকবর আলী, আহসান হাবিব মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন, আতিকুর রহমান আতিক, ছাত্রদল উত্তরের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কৃষকদল উত্তরের সভাপতি আসজাদুল আইরিশ ডল, শ্রমিকদল উত্তরের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জাসাস উত্তরের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সহ ঢাকা মহানগর উত্তরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।