নাজিরপুরে বিএনপির ৫ নেতার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ এএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩২ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
নাজিরপুরে বিএনপির ৫ সিনিয়র নেতার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গত ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নাজিরপুর উপজেলা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী বাস্তবায়ন করতে গেলে আওয়ামীলীগের স্বশস্ত্র ক্যাডাররা বিএনপির উপরে অতর্কিত হামলা করে প্রায় ২ ডজন নেতা-কর্মীকে আহত করে ও বিএনপি অফিসে ঢুকে তান্ডব চালিয়ে অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করে লন্ডভন্ড করে ফেলে, এমনকি রেহাই পায়নি অফিসের আশ-পাশের ব্যবসায়ীদের মালামালও।
ঐ ঘটনায় গুরুতর আহত অস্থায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি বাংলাদেশ ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক, আয়কর আইনজীবি মিজানুর রহমান দুলাল এর মাথার উপরে আওয়ামীলীগের স্বশস্ত্র ক্যাডাররা আঘাত করে গুরুতর আহত করে। আওয়ামীলীগের এ ন্যাক্কারজনক ঘটনার পরেও বিএনপির নামধারী শতাধিক সহ অজ্ঞাতনামা দেড় থেকে দুইশত নেতা-কর্মীর বিরুদ্ধে নাজিপুর থানায় নাশকতার মামলা রুজু করে। ঐ মামলায় বিএনপির ৬ নেতা মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে ৭ নভেম্বর।
পিরোজপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে আজ ১০ নভেম্বর শুনানীর দিন ধার্য্য রাখা হয়। উক্ত শুনানীর তারিখে ৫ সিনিয়র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী হিরুয়ার হোসেন মোল্লা দের বিজ্ঞ আদালত স্থায়ী জামিন এর আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যপারে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান দেশের আইনের শাসনের কোন বালাই নেই, যে খানে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছে, সেখানে নিম্ন আদালত না মঞ্জুর করে জেল-হাজতে নেতা-কর্মীদের নিক্ষেপ করছে। এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।