মহিলাদল নেত্রী সুলতানার মুক্তি দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর মহিলা দল।
আজ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।
পরে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি খালেদা আতিক, সিনিয়র সহ-সভাপতি ইশরাত জাহান সেন্ড্রা, সাধারণ সম্পাদক ফারিয়া তাসনীম তিথি, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তনা সরকার শেলী ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহাবুবা প্রমূখ।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেত্রীরা বলেন, রাজপথের আন্দোলনে ভীতি সৃষ্টি করার জন্য সরকার মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সুলতানা আহম্মেদকে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে এই নেত্রীর নিঃশর্ত দাবি করছি। অন্যথায় মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।