সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী'র মৃত্যুতে সাতকানিয়া বিএনপি'র শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ এএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, চারবারের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী'র গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ জিয়ার আদর্শের বলিষ্ঠ অনুসারী ছিলেন গণমানুষের রাজনীতির সাথে আজীবন যুক্ত। দেশ ও দশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাতেন। আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী গণতান্ত্রিক পূর্ণরুদ্বারের আন্দোলনে কখনো পিছপা হননি। তিনি ছিলেন জনবান্ধন কর্মী ঘনিষ্ঠ রাজনীতিবিদ তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শূন্যতা সৃষ্টি হলো।
সাতকানিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব আবদুর রহিম এর পক্ষ থেকে আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শুভাকাঙ্ক্ষী ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।