পল্লবী, রুপনগর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি ঢাকা মহানগর উত্তরের পল্লবী, রুপনগর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং যৌথ কর্মীসভা সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। যৌথ কর্মীসভা বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে মানুষের ঢল দেখে সরকার দিশেহারা হয়ে গণসমাবেশের পূর্বের দিন থেকে পরিবহন ধর্মঘট দিয়ে লোক সমাগমে বাধা দেয়ার ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ হবে স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশ। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আপনাদের পতন ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের বিজয় সুনিশ্চিত।
সদস্য সচিব আমিনুল হক সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। ইতিমধ্যে অনুষ্ঠিত হওয়া বিএনপির কয়েকটি বিভাগীয় গণসমাবেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবহন ধর্মঘটসহ যতই অপকৌশল অবলম্বন করা হোক না কেন, ধারাবাহিকভাবে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশগুলোতে আপনারা লোক সমাগম বাধাগ্রস্ত করতে পারেননি এবং আগামীতেও পারবেন না। আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে বিপুল লোক সমাগম ঠেকানোর সাধ্য কারো নেই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী নিষ্ঠুর সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না। বিজয় আমাদের হবেই।