রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে নওহাটা পৌর বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে নওহাটা পৌর বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওহাটা বাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধন অতিথি তাঁর বক্তব্যে বলেন, কর্তৃত্ববাদী স্বৈরশাসকের পতনের তুফান শুরু হয়ে গেছে। দেশব্যাপি বিএনপির যে গণজোয়ার বইতে শুরু করেছে তাতে আর বেশিদিন বাকি নাই নৌকা ডুবতে। দ্রুত সময়ে মধ্যে লুটেরা আওয়ামী অপশাসনে অবসান হবে।
তিনি বলেন, দেশব্যাপি গণসমাবেশের গণজোয়ারে সরকার প্রধান ও তাঁর দোসররা ভীত হয়ে এখন আবোল তাবোলে বকরেত শুরু করছে।
সরকারের পায়ের তলায় মাটি নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে জেলে পাঠানোর হুমকী দিচ্ছে। শুধু বেগম জিয়া নয় সরকারের কয়েকজন ছাড়াও দেশের প্রতিটি মানুষ এখন জেল খানায় আছে। স্বাধীনভাবে চলাফেরাম কথা বলা ও মত প্রকাশ করতে পারছেনা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পরেছে। বেগম জিয়াকে জেলে নয় নিজের জায়গা কোথায় হবে সে চিন্তা করার পরামর্শ দেন মিলন।
তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের পতনের ভয়ে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে নানা অপকৌশলের ফাঁদ পাতছে। করবিভাগীয় গণসমাবেশ পন্ড করতে সকল প্রকার যানবাহন বন্ধ করে দিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার। তারপরেও গণসমাবেশে মানুষের ঢল থামাতে পারেনি। রাজশাহীর গণজোয়ারো ঠেকাতে পারবেনা। এই সমাবেশ থেকেই আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশের মধ্যে দিয়েই সরকার পতনের মূল কাজ শুরু হবে। এজন্য আগামী ৩ডিসেম্বর সকল ধরনের বাধা অতিক্রম করে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীসহ সাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি।
নওহাটা পৌর বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে নওহাটা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, আহবায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজা, এমদাদুল হক, শরিফুর রহমান, নওহাটা পৌর সভার কাউন্সিলর নাজিম উদ্দিন, আবু বাক্কার সিদ্দিক, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, সাবেক কাউন্সিলর জিনদার আলী জিন্না, মাসুদ, পারভেজ, রাকিবুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোজাফফর হোসেন মুকুল ও ইফতেখারুল ইসলাম ডনি, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদিকা রত্না খাতুন ও জেলা তাঁতীদলের সদস্য সচিব হাসান আলী।
আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মুনসুর রহমান, রবিউল ইসলাম, আব্দুল বারী, সাধারণ সম্পাদক রুহুল আমীন ,মনিরুল ইসলাম, রায়হানুল আলম, নকির উদ্দিন, হাসিবুল ইসলাম, নওহাটা পৌর যুনদলের সাবেক আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুব আলম সুমন, আজাদ সরকার, নওহাটা পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান মিলন, নওহাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রহমানসহ বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ।