সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে মীর হেলালের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ পিএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বাশঁখালী থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব জাফরুল ইসলাম চৌধুরী আজ ৮ নভেম্বর দুপুর সোয়া ২টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল এর যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, বীর চট্টলার কৃতি সন্তান জননেতা জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন দেশবরেণ্য রাজনীতিবিদ। সমাজ কল্যাণে তাঁর অবদান চট্টগ্রাম সহ দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ১৯৯৬-৯৭ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। তিনি অত্যন্ত সফলতার সহিত বিএনপি সরকারের সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করেন।
মীর হেলাল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।