ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ জনের হাইকোর্টে জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ এএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসাথে আগামী ছয় সপ্তাহ মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি মো: মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ ট্রুম্যান, যুবদলের সভাপতি মো: জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: তারিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিনসহ ৩৪ জন।
আদালতে জামিন আবেদনের শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, মনিরুজ্জামান আসাদ, গাজী তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সপু, কে আর খান পাঠান, মো: জহিরুল ইসলাম সুমন, মো: মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সুজা, মু: কাইয়ুম প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।
আসামিপক্ষের আইনজীবী মো: মাকসুদ উল্লাহ জানান, গত ২ নভেম্বর রাতে ৫ নভেম্বর অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা ভোলা থেকে ট্রলারে করে বরিশাল যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ককটেল হামলা এবং মারধর ও হুমকির অভিযোগে গত ৩ নভেম্বর ভোলা সদর থানায় মামলাটি দায়ের করে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০০/৪০০ অজ্ঞাতনামা আসামি করা হয়।