কিশোরগঞ্জে পুলিশের গুলিতে আহত নেতাকর্মীদের পাশে বিএনপির সাংগঠনিক টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ এএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৫২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম পুলিশের গুলিতে আহত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্যান্য আহত নেতৃবৃন্দকে আজ মঙ্গলবার স্থানীয় এক হাসপাতালে দেখতে যান। এসময় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। আহত নেতাকর্মীরা তাদের ওপর পুলিশের নির্বিচারে আকস্মিক গুলি, লাঠিচার্জসহ নির্মম হামলার বিবরণ দেন।
বিএনপির সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ ন্যক্কারজনক এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং হামলাকারী দোষী পুলিশের বিচার দাবী করেন। তারা বলেন, হামলা-মামলা করে চলমান গণ আন্দোলনকে দমানো যাবে না। নেতৃবৃন্দ গতকাল সোমবার এর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলারও প্রতিবাদ জানান এবং মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তি দাবী করেন।
এসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ডা.আনোয়ারুল হক, সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার কিশোরগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নেবার প্রাক্কালে পুলিশ বিনা উস্কানিতে যুবদলের নেতাকর্মীদের ওপর গুলি, লাঠিচার্জ করে। এতে ৩০ জন নেতাকর্মী আহত হন।