মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ এএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৪২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
গতকাল সোমবার বিকেলে গিলনন্ডের মুন্নু সিটিতে আয়োজিত আলোচনা সভায় বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার রাজনৈতিক জীবন আদর্শের উপর বক্তব্য রাখেন, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ ৭টি উপজেলা ও দুইটি পৌর ইউনিটের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করত। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। কিন্তু ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের সাথে লাগাতার প্রতারণা করে যাচ্ছে। সাধারণ মানুষ দু’বেলা দু’মুঠো অন্ন যোগার করতে হিমশীম খাচ্ছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন-সংগ্রাম অব্যহত থাকবে।
এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজার নেতৃত্বে বিকেলে শহরের মদিনা মসজিদ চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর রানাসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।