বিএনপি নেতা অ্যাড. আজিজুর রহমান বকুল আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান বকুল (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (০৭ নভেম্বর২২) তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি বগুড়া জেলার ধরমপুর গ্রামের মরহুম মজিবর রহমান সরদার এর প্রথম সন্তান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।
মরহুমের ১ম নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর আলতাফুন্নেছা খেলার মাঠে ও ২য় নামাজে জানাজা বাদ আছর গ্রামের বাড়ী ধরমপুর পূর্বপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থান ধরমপুর গড়ের উপর দাফন করা হবে।