পবার দর্শনপাড়ায় বিপ্লব ও সংহতি আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫২ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাজশাহী জেলা বিএনপি'র সদস্য শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। আরো উপস্থিত ছিলেন, হড়গ্রাম, হুজুজী পাড়া ও দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, থানা বিএনপির সদস্য বৃন্দ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক যুবদলের আহ্বায়ক সুলতান আহমেদ ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোরশেদ আলী, ইব্রাহীম হোসেন, পবা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আকতারজামান, সদস্য সচিব মিনারল ইসলাম, যুবদল নেতা আনারুল ইসলাম নওশাদ আলী, মোতাহার হোসেন, রাজশাহীর জেলা মৎস্যজিবি কমিটির যুগ্ম আহবায়ক বকুল, যুবদলের নেতৃবৃন্দ তাইজুল ইসলাম, সোহেল রানা, কামরুজামান, আকতারজামান, মাজদার রহমান, আজাবুর রহমান, পবা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমাম হাফিজ দর্শনপাড়া ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বলে শেষ করা যাবেনা। তিনি ছিলেন বাংলার রাখাল রাজা। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কৃষিতে বিপ্লব ঘটিয়ে দেখে খাদ্য সংকট দূর করেছিলেন। ১৯ দফা মাধ্যমে দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা করেছিলেন। তাঁর সেই পরিকল্পনা এখনো বাস্তবায়ন হচ্ছে। অথচ এই ফ্যাসিস্ট সরকার তা মেনে নিতে পারেনা। এছাড়াও জোর করে ক্ষমতায় থেকে জিয়াউর রহমান সম্পর্কে খারাপ মন্তব্য ও বিরোধী দলকে দমনে সক্রিয় রয়েছে।
তিনি বলেন, দেশের অবস্থা এখন অত্যন্ত খারাপ। এ থেকে উত্তরণের জন্য রাজশাহীর সমাবেশ হবে এই সরকারের বিদায়ের প্রধান ঘণ্টা। এ জন্য সমাবেশ সফল করতে যে কোনো মূল্যে সময়মত আগামী ৩রা ডিসেম্বর সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।