এই সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনায় ওঠে পড়ে লেগেছে : মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোাস্তাফিজুুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার যতবার তাদের অপকর্মের জন্য জাতির সামনে অপদস্ত হয়েছে ততবার তারা জিয়া পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনায় ওঠে পড়ে লেগেছে। কিন্তু দেশের জনগণ সরকারের এই সমস্ত আজগবী প্রলাপ বিশ্বাস করে না। এই সরকার যা বলে জনগণ তার উল্টা ভাবে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে মিথ্যবাদী, দুর্নীতিবাজ, ভোট ডাকাত, সন্ত্রাসী, মফিয়াদের আশ্রয় ও প্রশ্রয়দাতা মনে করে। তিনি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।
আজ সোমবার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ষোলশহর বিপ্লব উদ্যানে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে পুষ্পঅর্পণকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যান, সদস্য মোঃ নজরুল ইসলাম, হারুনুর রশিদ, হাসান আলী, উপজেলা বিএনপি নেতা মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন খান, সাজ্জাদ আদনান, আব্দুল গফুর, উপজেলা যুবদল নেতা আলমগীর খান, জিয়াউর রহমান, মোহাম্মদ রুবেল, মোঃ আজম, মোঃ হেলাল, মোঃ সোহেল, মোঃ মিজান, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আহম্মেদ নুর এরিক, রিফাতুজ্জামান তারেক, মোঃ সাঈদ, আনোয়ারা উপজেলা শ্রমিকদল নেতা, রাশেদুল ইসলাম রুবেল, মোঃ সাখাওয়াত, মোঃ রিটন প্রমুখ।