কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার কেশবপুর দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় দলীয় কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম. হুমায়ুন কবীর সুমন প্রমূখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।