শেরপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
লক্ষ গুলি করেও গণতন্ত্র পুনরূদ্ধারের আন্দোলন আর দমানো যাবেনা : মাহমুদুল হক রুবেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, লক্ষ লক্ষ গুলি করেও গণতন্ত্র পুনরূদ্ধারের আন্দোলন আর দমানো যাবেনা।
আজ সোমবার বিকালে নিউমার্কেট মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ বি এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ। আলোচনা সভার আগে এক বিশাল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মাহহমুদুল হক রুবেল বলেন, এ অবৈধ সরকার ইতিহাস বিকৃত করে দেশের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলতে প্রতিনিয়ত অপপ্রয়াস চালিয়ে গেলেও এদেশের জনগণের মন থেকে শহীদ জিয়াকে ও তাঁর আদর্শে গড়া প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপিকে মুছে ফেলতে পারেনি। শহীদ জিয়া ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলেছিল।
তিনি বলেন, ১৯৭৪-৭৫ সালে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ২০২২ সালে এসেও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১৪ বছরে এ অবৈধ সরকার দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার কথা বললেও দেশের মানুষ আজ গ্যাস, বিদ্যুৎসহ সকল জিনিসের সংকটে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের মানুষের নাভিশ^াস চরমে পৌছেছে। শেখ হাসিনা আগাম মন্দার কথা বলে দেশের মানুষকে আজ চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।