ঝিনাইদেহ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু ও আরিফুল ইসলাম আনন প্রমুখ।
সমাবেশে বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ফ্যাসিষ্ট সরকারকে হটানোর মধ্য দেশে দেশে একটি দেশপে্িরমক সরকার কায়েম করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে সরকারের মন্ত্রীরা এখন পালানোর পথ খুজছেন।
তিনি বলেন, এই দেশে হাসিনার অধীনে কোন নির্বাচন বিএনপি হতে দেবে না। বিএনপি ডু অর ডাই থিউরি নিয়ে রাজপথে নিমেছে। এখান থেকে পিছুহটার কোনো সুযোগ নেই। কারণ বিএনপির এই আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ সামিল হয়েছে। হাসিনা হঠানোর আন্দোলন এখন গণমুখী আন্দোলনে পরিণত হয়েছে।