জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাবতলীতে বিএনপির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:০১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার বগুড়ার গাবতলীতে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা এবং পৌর বিএনপির সাবেক আহবায়ক ছাবেদ আলী। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, আব্দুল জলিল, আফছার আলী মিজু, মতিউর রহমান ও আবু হাসনাত শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কৃষিবিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুজ্জামান, যুবদল নেতা দৌলতজামান, ছাত্রদল নেতা আ: গনি, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ।