কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে পুলিশের গুলি আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে বেলা সোয়া ১টায় আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় কয়েকজনকে আটক করেছে পুলিশ। কার্যালয়ের বাইরে পুলিশ অবস্থান করছে। ভেতরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ অবস্থান করছেন। তাদের দাবি, কেবল স্লোগান দেওয়ার অপরাধে পুলিশ লাঠিাচার্জ ও গুলি করেছে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।