তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ৬ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাক্তার বৃহত্তর সিলেটের গর্ব ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের আজ্ঞাবহ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা ওয়াহিদ আহমেদ চৌধুরী'র সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. আবেদ রাজা, এড.সিমকী ইমাম খান, উক্ত ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ জাকির হোসেন, উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা একেএম রিপন তালুকদার।
এছাড়া আরো বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম সম্পাদক যথাক্রমে তারেকুল ইসলাম খান তারেক, আরিফ বিল্লাহ, সাদেক আহসান, সাংঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক শেখ রাসেল, মান্নান খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ দফতর সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা এনায়েত খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, ফোরামের সহ সভাপতি সোহেল আহমেদ, কামাল হোসেন, খোরশেদ আলম, শাহ আলম চৌধুরী,কামরুল হাসান, তামিম, আঃ নুর চৌধুরী, কে ডি ফরহাদ।
নেতৃবৃন্দদ্বয় বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সুচিকিৎসার দাবি, দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আজ্ঞাবহ আদালত কর্তৃক ফরমায়েসী রায় ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে অবিলম্বে সরকারের জাতীয় সংসদ ভেঙে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।