এখন আমাদের রাজপথ ও আন্দোলন ছাড়া গতি নাই : রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৬ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৭ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, এখন আমাদের রাজপথ ও আন্দোলন ছাড়া গতি নাই। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা আদায় করে নিতে হবে। এজন্য যত ত্যাগী প্রয়োজন সেটা করতে হবে।
ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীতে এ শোডাউন করে নেতাকর্মীরা।
এর আগে দুপুরের মধ্যে ঢাকায় জড়ো হন নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে স্লোগানে স্লোগানে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে ছিল মামলা প্রত্যাহারের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নানা দাবি।