পতন ঠেকাতে মরিয়া আওয়ামী সরকারের শেষ রক্ষা হবেনা : খান জামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, পতন ঠেকাতে মরিয়া আওয়ামী সরকারের শেষ রক্ষা হবেনা। মামলা, হামলা ও পরিবহন ধর্মঘট ডেকেও গনসমাবেশের গনজোয়ার ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে সিলেটের সমাবেশও জনসমুদ্রে পরিনত হবে।
বিভাগীয় সমাবেশ সফল করতে আজ শনিবার বিকালে কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন জনবিচ্ছিন্ন আওয়ামীগ সরকারের পায়ের নিচে মাটি নেই এজন্য তারা পাগলের প্রলাপ বকতে শুরু করেছে।
আগামী ২০ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে ৫ নভেম্বর শনিবার বিকাল ৩টায় স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা স্থানীয় টুকেরবাজারে অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলা উদ্দিন সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, , সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কায়ছান মাহমুদ সুমন টিটন মল্লিক, রায়হানুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, বিএনপির যোগাযোগ সম্পাদক বিল্লাল মিয়া, সদস্য আব্দুল খালেক, দুলাল মিয়া, মংলা মিয়া।
আৱও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুদ্দোহা, পশ্চিম ইসলাম ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক সেবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন রানা, আনসার, ইফতেকার পাবেল আব্দুল মজিদ বাবুল,তাৱেক আহমদ, শ্রমিক দলের আহ্বায়ক এলাইস মিয়া, সিনিয়র যুগ্ম আবুল বসর বাদশা, সাবেক ছাত্রনেতা রুহেল আহমদ বাহার ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রমান, সদস্য সচিব ইকবাল হোসেন , সদস্য সাহেব, সফিক, ফারুক, জাহাঙ্গীর, সুমন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেলিম মিয়া।
প্রস্তুতি সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ কে সাথে নিয়ে টুকেরবাজারে লিফলেট বিতরণ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এদিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রাতে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কায়সার মাহমুদ সুমন,টিটন মল্লিক, রায়হানুল হক , গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য হুমায়ুন সাহাবুদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, সদস্য জামাল আহমদ, কামাল আহমদ, কামরুল ইসলাম মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা মুমিন, সাদি, জয়নাল প্রমুখ।