খুলনায় তরিকুল ইসলামের স্মরণ সভা
সরকার পতন আতংকে ভুগছে : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৭ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মরহুম তরিকুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তার ত্যাগ, সাহস, অদম্য নেতৃত্বের গুণাবলী, চরম প্রতিকূল সময়েও দলের প্রতি আনুগত্য ও হাল ধরে রাখার দৃঢ়চেতা মনোভাব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সামরিক স্বৈরশাসক এরশাদের জান্তা সরকার অমানুষিক নির্যাতন চালিয়েও তাকে আদর্শচ্যুত করতে পারেনি। ওয়ান ইলেভেনের সরকারও তাকে বানোয়াট মামলায় হয়রানি করেছে।
বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করে এ্যানি বলেন, সরকার পতন আতংকে ভুগছে। তারা ভয় পেয়েছে বলে বাগাড়ম্বর করে ভয় দেখাতে চাইছে। অনিয়ম দুর্নীতি লুটপাট, অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার, প্রশাসন, বিচার বিভাগকে কুক্ষিগত করা এবং মানুষের ভোট ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার অপরাধে আপনি কোন কারাগারে যাবেন সেটি আগে ঠিক করেন। শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে নেমেছে। অবৈধ নিশিরাতের সরকারের পোষ্য বাহিনীর যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তত।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, আবুল কালাম জিয়া, আব্দুর রকিব মল্লিক, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন, মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, অ্যাড মো. আলী বাবু, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, আবু সাইদ হাওলাদার আব্বাস, নাসির খান, মনির হাসান টিটু, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, নুরুল আমিন বাবুল, শামসুল বারিক পান্না, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু, ইউসুফ মোল্লা, নাসির হোসেন, মহিলা দল নেতা নিঘাত সীমা, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, মরিয়ম খাতুন মুন্নি, পাপিয়া পারুল, ছাত্রদল নেতা সৈয়দ ইমরান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ের সামনে দুঃস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।