তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৪ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও সহধর্মিণী বিশ্ব বরেন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরয়োনা জারির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আনোয়ারা উপজেলা বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (০৫ নভেম্বর) বিকেলে মিছিল পরবর্তী সমাবেশে (পিএবি সড়ক থেকে কালা বিবির দীঘির মোড়) উপস্থিত ছিলেন আলহাজ্ব ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান যুগ্ন আহবায়ক আনোয়ারা উপজেলা বিএনপি, নজরুল ইসলাম সদস্য আহবায়ক কমিটি আনোয়ারা উপজেলা বিএনপি, সালাউদ্দিন সুমন সাবেক সভাপতি আনোয়ার উপজেলা স্বেচ্ছাসেবক দল, তৌহিদুল ইসলাম তৌহিদ সাবেক সহ-সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা, আলমগীর খান যুবদল নেতা আনোয়ারা উপজেলা, আব্দুল গফুর সদস্য আহবায়ক কমিটি আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আজম স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার উপজেলা, জিয়াউর রহমান যুবদল নেতা আনোয়ার উপজেলা, মোহাম্মদ আজিজ যুবদল নেতা আনোয়ার উপজেলা, মোঃ আব্দুল করিম শ্রমিক নেতা আনোয়ার উপজেলা, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মুরাদ, সায়েদ, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতাসহ প্রমূখ।