দেশকে সংকটমুক্ত করতে সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত বিকল্প নেই : খন্দকার মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৬ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মানুষ যখন গণতন্ত্র, নিজেদের অধিকার আদায় ও বেঁচে থাকার জন্য আন্দোলন শুরু করেছে। ঠিক তখনই ধারাবাহিক ভাবে একের পর এক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ানো হচ্ছে। এরমধ্যে দুই এক দিনের মধ্যে আবার চিনির দামও কেজিপ্রতি ১৪ টাকা বাড়ানো হয়েছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দেশে চরম অব্যবস্থাপনা এবং চরম অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে আর সরকার প্রধান সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন। কোন হুমকি ধমকি দিয়ে আগামী ২০ নভেম্বর সিলেটে গণসমাবেশের জনজোয়ারকে আটকানো যবেনা। দেশকে এই গভীর সংকট থেকে মুক্ত করতে জালিম সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই।
আজ শনিবার (০৫ নভেম্বর) দুপুরে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ভাড়াও বেড়েছে। সাধারণ মানুষ দুর্ভোগে আছে, শ্রমিক ভাইদের আয়ও কমেছে। দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। জনগনের ন্যায্য দাবী আদায় করার জন্য বিএনপি আন্দোলন করছে।বিএনপি প্রতিটি সমাবেশে মানুষের বাঁধ ভাঙা জোয়ার দেখে এখন বাঁধা দেয়া হচ্ছে। মানুষকে যেতে দেওয়া হচ্ছেনা। সরকার দল ও তাদের পোষা বাহিনী দিয়ে হামলা করা হচ্ছে। দেশে যে আন্দোলন শুরু হয়েছে, জনগনের এই আন্দোলনকে কেউ থামাতে পারবেনা। বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। এখানে হুমকি-ধামকি দিয়ে কোনো কাজ হবে না। সিলেটের গণসমাবেশ জনসুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সিলেট মহানগর বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী খালেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ইউনুস মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, সাবেক সদস্য সচিব লিটন আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।
এদিকে, গণসমাবেশকে সফল করতে শনিবার সকাল থেকে নগরীর সোবহানীঘাট সবজি বাজার, কালিঘাট, মহাজনপট্টি, সার্কিট হাউজ রোড সহ বিভিন্ন এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এসময় সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী খালেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।