সমাবেশ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপি’র প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৬ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বিশেষ প্রস্তুতি সভা আজ শনিবার দুপুরে আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া।
যুবদল নেতা শামছুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, পৌরসভা আহবায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আব্দুল হক মজুমদার, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি অহিদ মিয়া, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান সরকার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার স্বপন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, কবির খান, বাচ্চু মিয়া, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না, আব্দুল হান্নান তুষার, সাইফুল ইসলাম লাভলু, কলেজ ছাত্রদল আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া প্রমূখ।
সভায় বক্তারা সারাদেশে নজিরবিহীন বৈদ্যুতিক লোডশেডিং, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তমুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানান। এছাড়াও আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার জন্য উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানান।