নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যখনই নির্বাচন হবে বিএনপিই জয়লাভ করবে : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ এএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৮ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যখনই নির্বাচন হবে বিএনপি জয়লাভ করবে।
আজ শনিবার (০৫ নভেম্বর) সকালে ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে তার বাড়ীর আঙ্গিনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে,আন্দোলন শুরু হয়ে গেছে। বাঁধা দিয়ে,প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে বিএনপির কোন বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেওশে ঠেকানা যাবেনা।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে রাজশাহী বিভাগীয় সমাবেশে সিরাজগঞ্জ থেকে ১০ হাজার নেতা-কর্মী সমর্থক সহ জনগণের অংশগ্রহের আশাবাদ ব্যক্ত করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি ,বিভিন্ন উপজেলা,পৌর ও থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা এই প্রস্ততিমূলক সভায় অংশ নেন।