বরিশালে সমাবেশে যাওয়ার পথে ইঞ্জিনিয়ার রিজু ও বকুলের গাড়িবহরে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ এএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে দলটির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িবহরে হামলা ও বাঁধার ঘটনা ঘটেছে। পাশাপাশি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে গাড়ি বহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল ৮টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সদস্য জাহিদুল ইসলাম রনি। এই হামলা ও বাঁধার সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ নেতৃবৃন্দ তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে মারতে উদ্যোত হয়। একপর্যায়ে তারা গাড়ি বহর ঘুরিয়ে দেয়।
এছাড়া ইঞ্জিনিয়ার্স পেন-এর সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়ের বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা।
এদিকে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, রওনক জাহান শাহীন, কোহিনুর ফারজানা আরজুর বহনকারী গাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ব্যাপক ভাংচুর করে স্থানীয় দুর্বৃত্তরা।
এসময় গাড়িতে থাকা তিনজনই আহত হন। পাশাপাশি অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে হামলাকারীরা। একপর্যায়ে কোনো রকমে গাড়ি ঢাকা অভিমুখে ঘুরিয়ে প্রাণে বেঁচে যান ছাত্রদলের কেন্দ্রীয় এই তিন নেত্রী।