খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে সেটাই প্রমাণ করেছে। তিনি বলেন, সরকার বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও তা জনগণ ব্যর্থ করে দিয়েছে। জেল জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে তিনি ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত ধোবাউড়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ধোবাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে ধাইরপাড়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে কর্মী সমাবেশ বিশাল গণসমাবেশে রুপ নেয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শাহ নূরুল কবীর শাহীন, আহমেদ তাইয়্যেবুর রহমান হীরন, এড.নুরুল হক, হাফেজ আজিজুল হক, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সভানেত্রী তানজিলা চৌধুরী লিলি, সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসিফ, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম কামাল বক্তব্য রাখেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সরকারের ব্যর্থতায় দেশবাসীর জান মাল আজ বিপন্ন। এই সরকার গণতন্ত্র হরণ করে নিয়েছে,দেশের মালিকানা আজ প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে বন্দী। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণ মানবেতর জীবনযাপন করছে ।এই অবস্থার জন্য সরকারই দায়ী।সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।
তিনি বলেন, সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। ইতিমধ্যেই গণ অভ্যূত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে।সরকার গণদাবী উপেক্ষা করে সরকার জোরকরে ক্ষমতায় টিকে থাকতে চাইলে তাদেরকে গণ অভ্যূত্থানের মুখোমুখি হতে হবে।
এড.ওয়ারেস আলী মামুন বলেন, জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে। গণ জোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে । বাঁধা দিয়েও সরকার জনস্রোত ঠেকাতে পারছে না।
শরীফুল আলম বলেন, রাজপথের ফয়সালা শুরু হয়ে গেছে । কর্মীসভা ডাকলে জনসভা হয়ে যাচ্ছে। সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে,তবে তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে পরতে হবে।