সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২২ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
আজ ৪ নভেম্বর বাদ আসর রাজধানীর গোপীবাগস্থ মরহুম সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক, বিএনপি'র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি নেতা কাজী আবুল বাশার, শামসুজ্জামান সুরুজ, আ ক ম মোজাম্মেল হক, নগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন, মোঃ মোহন, হাজী মনির হোসেন, সাব্বির আহমেদ আরেফ, মকবুল ইসলাম টিপু, শহীদুল ইসলাম বাবুল, আরিফুর রহমান নাদিম, আবুল খায়ের লিটন, এম এ শাহেদ মন্টু, মীর হোসেন মীরু, তাজ উদ্দিন তাইজু, আলীম আল বারী জুয়েল, আনোয়ারুল আজিম, আলহাজ¦ বাদল সরদার, মোজাম্মেল হোসেন, আব্দুল কাদির এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের জেষ্ঠ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।