সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০২ পিএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১৩ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপি'র ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি'র সভাপতি, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নানা কর্মসূচির মাধ্যমে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০-৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং মরহুম সাদেক হোসেন খোকার পুত্র প্রকৌশলী ইশরাক হোসেন সহ নেতাকর্মীরা জুরাইন কবরস্থানে মরহুম সাদেক হোসেন খোকার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন-জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ শাহ মোঃ নেছারুল হক।
ফাতেহা পাঠ ও জিয়ারতের পরপরই বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুম নেতার সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইসফাক হোসেন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক সহ-সভাপতি কাউন্সিলর মীর হোসেন মীরু, বংশাল থানা বিএনপি'র সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ তাইজু, গেন্ডারিয়া থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক কাউন্সিলর শ্যামপুর থানা বিএনপি নেতা হাজী মোজাম্মেল হোসেন, সূত্রাপুর থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম, সভাপতি এম এ সাহেদ মন্টু, কোতয়ালী থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আহবায়ক পাভেল সিকদার, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু, কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু সহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।