তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ এএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী বিশ্ব বরেন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রদল এর সিনিয়র সহ-সভাপতি মোশারফ সিদ্দীকি এর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে মিছিল পরবর্তী সমাবেশে জামালপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোশারফ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ নাসরুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসাইন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান নবীন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফি খান রাজন, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মোঃ মিরাজ ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ এবং সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল।