বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে শুক্রবার মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৮ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অপরিহার্য শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মতবিনিময় সভায় আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবীদ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভার নিউজ ও ছবি আপনার মিডিয়াতে প্রচারের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।