বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৭ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৪২ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সংসদ সদস্য মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শহিবুল ইসলাম শিপন, মাসুদ প্রমূখ।